আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাজোটে নারায়ণগঞ্জে দুটি আসনের প্রার্থী নিয়ে জাপাতে দ্বন্দ্ব

জাপাতে দ্বন্দ্ব

জাপাতে দ্বন্দ্ব

সংবাদচর্চা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থী চুড়ান্ত নিয়ে নারায়ণগঞ্জে জাপাতে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এখানে জাপার দুটি বলয় রয়েছে। একটি এরশাদের বলয়ে থাকে অপর টি সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশনের বলয়ে থাকে।

জানা গেছে গত নির্বাচনে লিয়াকত হোসেন খোকা রওশনের বলয় থেকে দলীয় মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হয়েছে। এবার ও লিয়াকত সমর্থকরা ভাবছে রওশন এরশাদ তাদের নেতাকে মনোনয়ন দেবে। এদিকে নারায়ণগঞ্জ ৩ আসনে জাপার চেয়ারম্যান এরশাদের পালক মেয়ে অন্যন্যা মৌসুমী রয়েছে। মৌসুমী কে এরশাদ আগামী নির্বাচনে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে।

সম্প্রতি মৌসুমী বলেছে বাবা আমাকে এবার কথা দিয়েছে আমাকে মনোনয়ন দেবে। মৌসুমীর ঘোষণার পর সোনারগায়ে জাতীয় পাটিতে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ ৫ আসনে জাপার বর্তমান এমপি সেলিম ওসমান। তিনি আগামী নির্বাচনে জাপার মনোনয়ন প্রত্যাশী ।

এ আসনে জাপার সাবেক এমপি নাসিম ওসমানের স্ত্রী আগামী নির্বাচনে প্রাথী হতে চাচ্ছে। জাপার বড় একটি অংশ পারভীন ওসমানের পক্ষে কাজ করছে। সম্প্রতি এরশাদ ঢাকার একটি জনসভায় পারভীন ওসমানকে এরশাদ মাঠে কাজ করতে বলেছে।

এরশাদের ঘোষণার পর থেকে ওসমান পরিবারে প্রার্থী চূড়ান্ত নিয়ে গৃহদাহ শুরু হয়েছে। জাপার নেতারা বেকায়দায় পরছে। নারায়ণগঞ্জ ২ আসনে লোটন চালকের আসনে রয়েছে। বাকী দুটি আসনে জাপার তেমন কোন প্রার্থী নেই।

জানা গেছে, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকে আওয়ামীলীগের ১৭৪ জনের প্রার্থী তালিকা চুড়ান্ত করার বিষয়টি ফলাও করে প্রকাশ করা হয়। এরআগে আরও একটি বহুল প্রচারিত দৈনিকে বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে নারায়ণগঞ্জের ৩টি আসন যেখানে আওয়ামলীগের এমপি রয়েছে, সেই আসনগুলোতে চুড়ান্ত তালিকায় এসেছে বর্তমান এমপিদের নাম।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন- জাতীয় পাটিতে একাধিক প্রার্থী থাকায় আগামী নির্বাচনে জাপার ভরাডুবি সম্ভাবনা রয়েছে। এরশাদ ও রওশনের দুই বলয় থেকে কে শেষ হাসি হাসবে তা এখনও নিশ্চিত নয়।