সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের (জামুকা রেজি ২২৪/১৬) ৪র্থ সাধারণ সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেনকে চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে মহাসচিব (প্রশাসন) করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
বর্তমান কার্যকরী পরিষদের বাকী সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবেদ হোসেন মোঃ শাহজাহান, অর্থ মহাসচিব বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম, তথ্য ও প্রচার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ত্রান ও পূণর্বাসন সমাজকল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা ও কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন খাঁন।