নিজস্ব প্রতিবেদক :শিশুদের অপুষ্টিজনিত এবং অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানো কার্যক্রম বাস্তবায়নের লক্ষে গতকাল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড ২০১৭ পালিত হয়। উক্ত কর্মসূচী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত কার্য্যক্রম সফল বাস্তবায়নের লক্ষে সরকারী ও বেসরকারী সংস্থা সহ কল্যাণী সেবা সংস্থার পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ড এর ৩১টি এবং সদর উপজেলার ৬টি কেন্দ্রসহ ৩৭টি কেন্দ্রের মাধ্যমে ৯,৭০০ এর অধিক ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষে সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৫নং ওয়ার্ডে রেলী বাগান কেন্দ্রটি উদ্ভোধন করেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব অসিত বরণ বিশ্বাস, ১৪নং ওয়ার্ডে মহিউদ্দিন স্মৃতি সংসদের কেন্দ্রটি উদ্বোধন করেন মোঃ সফিউদ্দিন প্রধান, হাবীব সাহেবের বাড়ী কেন্দ্রটি উদ্বোধন করেন কাউন্সিলর শারমীন হাবীব বিন্নী, ১৬নং ওয়ার্ডে মর্গ্যান বালিকা বিদ্যালয় কেন্দ্রটি উদ্বোধন করেন কল্যাণীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ জি,এম জাব্বার চিশতী।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ছিলেন নাসিকের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহাদাৎ হোসেন, টিকাদান সুপার ভাইজার এস,এম নাসির, মোঃ হাফিজুর রহমান, সেলিনা আক্তার ও লাভলী ইয়াসমিন, জেলা তথ্য অফিসার সিরাজউদদৌলা খান, কল্যাণীর পরিচালক ফাতেমা সুলতানা মিলি, মোঃ মোক্তার হোসেন ও কবি আব্দুল লতিফ রানা, কল্যাণী শিশু কিশোর সংগঠনের সহ সভাপতি এম আর হায়দার রানা, যুগ্ম সম্পাদক ডাঃ খোরশেদ আলম ও মোঃ শাহাবুদ্দিন।
উক্ত কর্মসূচী বাস্তবায়নে যারা কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন ডাঃ মোঃ আলাউদ্দিন, মোঃ আলীফ হাবীব জর্দান, জোস্নাৎ বেগম, আঃ কাদের সিকদার, মোঃ সদরুল আলম, এড. পারভেজ, নয়নী দাস, মোঃ মেহেদী হাসান, মাসুদ হোসেন, আজমল খান, জান্নাতুল ফেরদৌস নাফিসা, শাহাদাজী আক্তার দুলারী, আশরাফুল হক তানজিম, জাকিয়া সুলতানা সাদিয়া, আদনান নাফিস তাকবির, আয়েশা মেহেরুবা মাইশা, মোঃ ওয়াসিউদ্দিন, মরিয়ম আক্তার সুজিয়া, মোঃ কাউসার আহমেদ, হাসিবুল হাসান, রিয়াজুল ইসলাম, সাকিব আহমেদ, সালেহ আহমেদ রায়হান, পরিজাত দত্ত, সাব্বির হোসেন, আফনান আহমেদ রাশেদ, মোঃ জনি, আব্দুল কুদ্দুস সজল, তরিকুল ইসলাম, মোঃ জেকি, তাজনাইন, তানিশা, সাদিয়া ও আফনান প্রম্মুখ।