আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনে প্রস্তুত আ.লীগ ও বিএনপি

সংবাদচর্চা ডেস্ক:জাতীয় সংসদ নির্বাচনের জন্য  প্রস্তুত রয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তার দল যে কোন সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে । আগামী মাসেও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ তাতে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে।বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ জানিয়েছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে হলে যে কোন সময় বিএনপিও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি রয়েছে। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হয় কী না- সেটাই মূখ্য বিষয়। গতকাল শুক্রবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে আগাম নির্বাচন সম্পর্কে নিজেদের দলীয় অবস্থান এভাবেই তুলে ধরলেন এই দুই নেতা।