আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচন একটা পদ আমি চাইতে ই পারি-পলাশ

জাতীয় নির্বাচন

জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক লীগের কেন্দ্রীয় শ্রমিক কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, আমি একজন রাজনৈতিক কর্মী। বিভিন্ন পদের জন্য প্রতিনিধিত্ব করা একজন রাজনৈতিক কর্মীর অধিকার। জাতীয় নির্বাচন একটা পদ আমি চাইতে ই পারি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জাতীয় নির্বাচনে আমি নমিনেশন চাইতেই পারি। এটা আমার মৌলিক অধিকার। নবম সংসদে চেয়েছি, হয় নাই। কবরীকে দিয়েছে। দশমেও পাই নাই, শামীম ভাই এমপি হয়েছেন। একাদশ নির্বাচনে আমি নমিনেশন চাইবোই ইনশা আল্লাহ। যদি আসমানে ফয়সালা হয় তাহলে দুনিয়ার কোন শক্তি আটকায়ে রাখতে পারবে না। আসমানে আল্লাহর তরফ থেকে ফয়সালা হবার পর জননেত্রী শেখ হাসিনা যদি নমিনেশন দেয়, দুনিয়ার কোন শক্তি নাই আটকায়া রাখে। আমি বিশ্বাস করি, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যাকে ইচ্ছা করে সকালে ধনী বিকালে ফকির বানায়ে দেন। এ কথা ধারন ও লালন করে চলছি। দেখা হবে রাজপথে, স্লোগানে স্লোগানে স্লোগানে। পলাশ নয়, একজন শ্রমিকের বেশে।

বুধবার (১১ এপ্রিল) চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ট্রাক কভার্ডাভ্যান লং ভেহিক্যাল ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।