আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর রাজনীতির শ্রেষ্ঠ আবিষ্কার : মন্ত্রী গাজী

নবকুমার:

জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান বঙ্গবন্ধুর রাজনীতির শ্রেষ্ঠ আবিষ্কার বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে বঙ্গবন্ধুর অনুপুস্থিতিতে মুজিবনগর সরকার গঠন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। এটা বঙ্গবন্ধুর সুদীর্ঘকালের রাজনীতির ফসল। তারা কোন দিন বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেন নাই।

শনিবার (২ নভেম্বর ) গোলাম দস্তগীর গাজী জেল হত্যা দিবসের স্মৃতিচারণ করতে গিয়ে দৈনিক সংবাদচর্চাকে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। প্রগতি-সমৃদ্ধির অগ্রগতি থেকে বাঙালিকে পিছিয়ে দিয়েছিল। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। এই হত্যার দ্রুত বিচার করতে হবে।

এছাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।