নিজস্ব প্রতিবেদক: ১২ ভাদ্র মহা-বিদ্রোহের রণতূর্য বাদক, মহা-যৌবনের অধিকারী, যৌবনের পূজারি কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকী । ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে প্রেম, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্রোহের কবি নজরুল ইসলামের সমাধিতে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
এদিকে জাতীয় কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবকলীগ, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।