আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাজের বাইরে নতুন সিনেমায় পূজা চেরী

 

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

জাজ মাল্টিমিডিয়া মানে নতুন কিছু,তাদের একটি বিষয় লক্ষনীয় বিষয় হচ্ছে  নতুন অভিনেতা-অভিনেত্রীদের কাজ করার সুযোগ দেন প্রতিষ্ঠানটি।সেই প্রেক্ষাপটে জাজের হাত ধরে সিনেমায় অভিষেক হয় পূজা চেরী। ভালোবাসার রঙ সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। এরপর জাজের প্রযোজনায় পোড়ামন-২ এবং দহন সিনেমায় অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী।

জানাগেছে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন, তবে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনার বাইরে অন্য কোন প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে।তবে সিনেমাটির ব্যাপারে পূজা এখনো কিছু জানাতে চাচ্ছেন না, নতুন সিনেমায় কাজ করছি এটি সত্যি বিষয়টি একটি চমক হিসেবে রাখতে চাচ্ছি, তবে সেটা খোলাসা করতে চাচ্ছিনা এখনো। জাজ মাল্টিমিডিয়ার সাথে আমি কোন চুক্তিবদ্ধ নই, জাজ থেকে অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ পেলে করার ব্যপারে উৎসাহ দেওয়া হয় বরাবর, এই ব্যাপারে জাজ খুব ফ্রেন্ডলী।

উল্লেখ্য, পূজা চেরী শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তার পর ব্যবসা সফল সিনেমা জাজের যোজনায় পোড়ামন-২ এবং দহন সিনেমায় অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী।