সংবাদচর্চা রিপোর্ট: আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ( চনপাড়া) সাধারণ সদস্য পদে মো: বজলুর রহমানকে সমর্থন দিয়েছে জাকের পার্টি চনপাড়া শাখার নেতাকর্মীবৃন্দ। রবিবার ( ৩১ জানুয়ারি) চনপাড়ায় জাকের পার্টি উদ্যোগে মিলাদ ও আলোচনা সভায় তারা মো: বজলুর রহমানকে এ সমর্থনের কথা জানান। চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সেকেন্দার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক রতন , সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁন মিয়া, জাকের পার্টির সাবেক সভাপতি আফসার উদ্দিন ভুঁইয়া, মোসলেম মিয়া, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক , সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক ,সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম রানা , ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান দীন ইসলাম ,সংগঠনিক সম্পাদক শাকিল।
জাকের পার্টির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বজলুর রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে চনপাড়াকে এগিয়ে নিয়ে যাব। চনপাড়ার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব । জাকের পার্টি আমাকে পুনরায় সমর্থন দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চনপাড়ায় কোনো উন্নয়ন বাদ যাবে না। সবই হবে।