আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জরিপে সুইং স্টেটগুলোয় এগিয়ে ট্রাম্প

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের নির্বাচনের দিকে এখন চোখ পুরো বিশ্বের। এবারের নির্বাচন নিয়ে জনমত জরিপগুলোতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে চালানো এক জনমত জরিপে দেখা গেছে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অ্যাটলাস ইন্টেল পরিচালিত সর্বশেষ জরিপে এ তথ্য জানানো হয়।
জরিপে অংশ নেয়া প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। জরিপ বলছে, সুইং স্টেটগুলোতে ডেমোক্রেট কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

নভেম্বরের প্রথম দুই দিনে এই জরিপ করা হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৫০০ ভোটার। যাদের বেশিরভাগই নারী।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প ও কমলা। কারণ মার্কিন নির্বাচনের ফলাফলে সুইং স্টেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুইং স্টেটে চালানো আরেকটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সবগুলো দোদুল্যমান রাজ্য যেমন অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে জয়ী হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী।

অ্যারিজোনায়, ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৪৫ দশমিক ১ শতাংশ ভোট। নেভাদায়, যখন জিজ্ঞাসা করা হয়েছিল ৫ নভেম্বরের নির্বাচনে কাকে ভোট দেবেন, ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে বেছে নেন। হ্যারিসকে ভোট দেয়ার কথা জানান ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন এবং হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তিন ধরনের রাজ্যের প্রভাব থাকে। রেড স্টেটস, ব্লু স্টেটস এবং সুইং স্টেটস। রেড স্টেটস যেখানে ১৯৮০ সাল থেকে রিপাবলিকানরা ধারাবাহিকভাবে জিতেছে, অন্যদিকে ব্লু স্টেটস যেখানে ১৯৯২ সাল থেকে ডেমোক্র্যাটরা আধিপত্য বিস্তার করে আসছে।
অন্যদিকে সুইং রাজ্যগুলোতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র লড়াই হয়। অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়। যেমন ২০২০ সালের নির্বাচনে অ্যারিজোনায় জো বাইডেন মাত্র ১০ হাজার ভোটে জিতেছিলেন।

সূত্র: এনডিটিভি