আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত

জমি সংক্রান্ত
সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভাধীন ষোলপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খোরশেদ আলম (৩৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
জানা যায়,(১ লা মার্চ) বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে খোরশেদ আলম ষোলপাড়া গ্রামে তার বাড়ি থেকে নিজের (ডেকোরেটর) দোকানে যাওয়ার সময় ওই গ্রামের আবুল হোসেনের বাড়ি পর্যন্ত গেলে প্রতি পক্ষের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
নিহত খোরশেদ আলমের চাচাতো ভাই আলমগীর হোসেন রানা জানান,হামলাকারীদের মধ্যে ষোলপাড়া গ্রামের জাফর আলী মেম্বারের ছেলে সুলতান ও সুলতানের দুই ছেলে রিফাত,সিফাত-সহ মফিজুলের ছেলে শাহজাহান,ইয়াছিনের ছেলে সেজন,মৃত ইজ্জত আলীর ছেলে রমিজ উদ্দিন আমার চাচাতো ভাই খোরশেদ কে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
সরেজমিনে জানতে চাইলে বৈদ্যের বাজার ইউনিয়নের ইসমাইল মেম্বার বলেন,নিহত খোরশেদ আমার ফুফাতো ভাই।আমার ভাইকে জমি সংক্রান্ত কারনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে,আমরা এই হত্যার ন্যায্য বিচার চাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান,এব্যপারে মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ