আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের তাগিদ

সংবাদচর্চা রিপোর্ট: জাতীয় জন্মনিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা সিভিল সার্জন ডাঃ মো: ইমতিয়াজসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, প্রিয় নারায়ণগঞ্জবাসী,আসুন, আমরা আমাদের সন্তানদের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করি। এতে করে একদিকে যেমন আমাদের নিজেদের অবস্থান সুসংহত হবে, তেমনি অন্যদিকে সরকারের পরিকল্পনা গ্রহণে ও বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা আনয়নে সহায়ক হবে।