জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ূনের সঞ্চালনায় তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া কাজী ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আড়াইহাজার উপজেলার সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সামসুজ্জামান, মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, আজাদ বিশ্বাস, সধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহাম্মুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলজার হোসেন।
বক্তারা বলেন, দেশে বিএনপি দলের কর্মীরা বেঁচে থাকতে আর কোনদিন ৫ই জানুয়ারীর নির্বাচন হতে দেয়া হবেনা। সাধারণ ভোটারদের ভোটাধীকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। দেশের মানুষ ভোটাধিকার খর্ব করা সরকারের পতন হবেই আসন্ন নির্বাচনে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাহাবুবুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক মায়া আকতার, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, তাঁতীদলের সভাপতি মজিবুর রহমান মোল্লা, জাসাসের সভাপতি জাকির হোসেন, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি ছানাউল্লাহ্, সাধারণ সম্পাদক নূর নবী, থানা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম। তারাব পৌর যুবদল নেতা, হাজ্বী আক্তার হোসেন, জাকির হোসেন রিপন, হাজী হাফেজ আহাম্মেদ, কাজী আহাদ। বিশাল মিছিল নিয়ে কেক কাটার অনুষ্ঠানে যোগদেন রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতা আবু মোঃ মাসুম, আজিম সরকার, সুহেল মিয়া, সুলতান মিয়া, মোছাদ্দের মোল্লা, মাসুম মিয়া।