আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জনপ্রিয় ব্যক্তিরাই নৌকার মাঝি হবেন : এমপি গাজী

নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বলেছেন,আগামী নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিরাই নৌকার মাঝি হবেন। অনেক বড় বড় নেতারা বিক্রি হয়ে গেছিলো কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্রি হন নাই।

গতকাল তারাব পৌর পৌরসভার ৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগের ঘরোয়া বৈঠকে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, নারায়ণগঞ্জের ৫ টি আসনের মধ্যে রূপগঞ্জের আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে রয়েছে। যা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়েছেন।

আগামী নির্বাচনে নৌকার বিজয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারনণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন,তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর লায়ন আতিকুর রহমান,শ্রমিক নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ