আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জনদুর্ভোগের কারণ জনপ্রতিনিধি ওমর ফারুক!!

জনপ্রতিনিধি

 জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার একজন বাড়ীর মালিকের সাথে ব্যক্তিগত বিরোধ থাকায় কয়েক শতাধিক বসতিকে জলবদ্ধতা থেকে মুক্তি দিচ্ছে না কাউন্সিলর ওমর ফারুক। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে কয়েকজন বাড়ীর মালিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফরের মৌখিক অনুমতি নিয়ে নিজ খরচে মোটা পাইপ লাগিয়ে প্রধান ড্রেনের সাথে সংযোগ দিয়ে পানি চলাচলের উদ্যোগ গ্রহন করলেও কাউন্সিলর ফারুক কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা অভিযোগ করেন, পাইনাদী নতুন মহল্লা ফুলকলি কিন্ডার গার্টেন স্কুল সংলগ্ন একটি গলিতে ১০/১৫টি বহুতল ভবনে কয়েক শতাধিক মানুষ বসবাস করছে। এসব বাড়ীর সামনের রাস্তা নিচু হওয়ায় সারা বছর পানি জমে থাকে। বছরে কমপক্ষে ৮ মাস জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে তাদের। তাই এইসব বাড়ীতে কোন ভাড়াটিয়া থাকতে চায়না। বর্তমানে সিটির চলমান উন্নয়নের অংশ হিসাবে ওই গলির সামনের প্রধান সড়কের পাশ দিয়ে বড় আরসিসি ড্রেন নির্মাণ করা হয়েছে। তাই বাড়ীর সামনে জমে থাকা পানি সরানোর জন্য বাড়ীর মালিকরা নিজ খরচে বড় পাইপ লাগিয়ে প্রধান ড্রেনের সাথে সংযোগ দেওয়ার উদ্যোগ নেয়। ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফরের সাথে আলোচনা করে মৌখিক অনুমতি সাপেক্ষে গত ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে পাইপ লাগানোর কাজ শুরু করে এলাকার বাড়ীর মালিকরা। এ খবর পেয়ে কাউন্সিলর ওমর ফারুক তার দলবল নিয়ে কাজ বন্ধ করে দেয়। পাইপ বসালে কি সমস্যা জানতে চাইলে কাউন্সিলর ফারুক বাড়ীর মালিকদের জানায়,যখন সময় হবে সিটি কর্পোরেশনই কাজ করবে। কাউন্সিলর ফারুক কাজ বন্ধ করার মূল কারণ হিসাবে জানা গেছে, ওই গলির এক বাড়ীর মালিকের সাথে তার ব্যক্তিগত বিরোধ রয়েছে। তাই এই গলির সকল বাড়ীর বসতিদের জলবদ্ধাতার দুর্ভোগ থেকে মুক্তি দিচ্ছেনা কাউন্সিলর ফারুক। সিটি কর্পোরেশন না করলেও বাড়ীর মালিকরা নিজ খরচে গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করতে আগ্রহী বলে মত প্রকাশ করেছেন। এ বিষয়ে কাউন্সিলর ওমর ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কাজ বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ