আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে আ.লীগ প্রস্তুত জনগণ উন্নয়নে বিশ্বাসী , জয়ে আশাবাদী শতভাগ: এমপি গাজী

জনগণ উন্নয়নে বিশ্বাসী

জনগণ উন্নয়নে বিশ্বাসী

নবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার মাস বাকী। ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী হওয়া বইতে শুরু করছে। বিভিন্ন গণমাধ্যম আসন ভিত্তিক নির্বাচনী হালচাল প্রচার ও প্রকাশ করছে। সম্প্রতি জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের ভাবনা বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের চিত্র তুলে ধরা হয়। সেখানে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হয়।

সাক্ষাতকারে অংশ নেয় নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ সমর্থিত দুইবারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

সাংবাদিক বিকাশ বিশ্বাসের বিভিন্ন প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ রূপগঞ্জসহ সারা দেশে প্রস্তুত রয়েছে।

গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীদের মামলার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, মামলা দেয় বাদী পক্ষ আমি কোন মামলা দেই নাই। আমি কোন টেন্ডার বাজি করি না। টেন্ডারবাজি করতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করে খুন হয়। আর খুনিদের নামে ত মামলা হবেই। আইন তার নিজের গতিতে চলবে। আমি জনপ্রিতিনিধি হয়ে যদি খুনিদের পক্ষ নেই তাহলে জনগণ আমাকে ভোট দেবে না। আমি যদি খুনিদের আশ্রয় দেই তাহলে ওরা আওয়ামীলীগের ক্ষতি করবে।

বিএনপি প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, জনগণ উন্নয়নে বিশ্বাসী। ব্যক্তি দেখে নয় উন্নয়ন দেখে ভোট দেবে।
রূপগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, ১৬ শত কোটি টাকার রূপগঞ্জে উন্নয়ন হয়েছে। প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবণ নির্মান করে দেওয়া হয়েছে। মুড়াপাড়া কলেজ জাতীয় করণ করা হয়েছে। শীতলক্ষা সেতু নিমাণের কাজ শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উদ্বোধন করবেন। ভূলতায় তিন তলা মডেল ফ্লাইওভার নির্মাণ হচ্ছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, প্রাইমারি স্কুলের ১৫ জন সভাপিত নারী। পল্লীবিদ্যুৎতের সভাপতিও নারী। নারী ক্ষমতায়নে রূপগঞ্জে বিপ্লব ঘটেছে। অর্ধেক ভোটার নারী তারা আমাদের পক্ষে কাজ করছে তাই আগামী নির্বাচনে কোন দল নৌকাকে ঠেকাতে পারবে না।

আওয়ামীলীগের গ্রুপিং প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামীলীগ গণমানুষের প্রাচীন বৃহৎ রাজনৈতিক দল। এখানে দলীয় মনোনয়ন পেতে প্রতিযোগীতা থাকবে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ৩৮ জন নেতার মধ্যে ৩২ জন আমাদের সাথে রয়েছে। যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ মহিলালীগ কৃষকলীগসহ সকল সংঠনের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করছে সুতরাং এখানে কোন কোন্দল নেই।

আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে ১৬ কোটি টাকার উন্নয়ন করেছি। শতভাগ আমার মনোনয়ন নিশ্চিত।