আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল করতে হবে:চসিক মেয়র

জঙ্গীবাদ নিমূল

সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল করতে হবে:চসিক মেয়র জঙ্গীবাদ নিমূল

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিরাপদ বসবাসের জন্য সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল করতে হবে। এ লক্ষে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সকলের সমন্বয়ে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রনে সকলকে অবদান রাখতে হবে।

মাদকসেবিদের নিরাময়ে সহায়তা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মাদকসেবিদের দ্বারা পরিবার,সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। সন্ত্রাস জঙ্গীবাদ একটি সামাজিক ব্যাধি। এ সমাজিক ব্যাধী থেকে বাঁচানোর জন্য নিজ সন্তানের দরদ দিয়ে ভালবাসতে হবে। তাদের গতিবিধি ও আচার আচরন সার্বক্ষণিক নজরে রাখতে হবে। তাহলেই নতুন প্রজন্মের কিশোর-যুবকেরা অপরাধে জড়াবেনা।

তিনি বলেন, চট্টগ্রামকে অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ অভিযানে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। আজ ০৬ মার্চ মঙ্গলবার সকালে নগরীর ২১ নং জামাল খান ওয়াডের্র প্রিয়া কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, চুয়েটের প্রফেসর ড. সুনিল ধর, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও যুগ্ম জেলা জজ মিসেস জাহানারা ফেরদৌস, জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারন সম্পাদক মোরশেদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সহ সভাপতি হাজী সাহাব উদ্দিন, কোতোয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়–য়া, জামালখান নিরাপত্তা পরিষদের আবু ফরহাদ চৌধুরী, লাভ লেইন ঝাউতলা সমাজ উন্নয়ন পরিষদের সদস্য সচিব আহমদ সোবহান, মো. ইকবাল আহমদ, শিক্ষক মোশরাত জাহান, জাশেদুল আলম, নবুয়াত আরা সিদ্দিকী রকি, বদরুন্নেছা, সাথী সেন, লোকমান উদ্দিন, রুহিয়া হাবিব সহ নানা শ্রেনী ও পেশার প্রতিনিধিরা তাদের মতামত উপস্থাপন করেন।