আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজারে টিনের বালতিতে কলাগাছ পড়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই ফজলু নামে একবৃদ্ধ (৬৫) খুন হয়েছেন। তিনি মৃত গণি মিয়ার ছেলে। পুলিশ খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতলের মর্গে পাঠায়। শুক্রবার ( ২৩ অক্টোবর) বিকালে ৪টার দিকে উপজলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী উত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রধান অভিযুক্ত এবাদুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ এবাদুলের স্ত্রী সেলিনকে (৩৫) আটক করেছে। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সংবাদচর্চাকে বলেন, কলাগাছ পড়াকে কেন্দ্র করে ছোট ভাই ও তার স্ত্রী-ছেলে তিনজন মিলে বড় ভাই ফজলুকে পিটিয়ে হত্যা করেছে। মামলা প্রক্রিয়াধীন। এবাদুলের স্ত্রী সেলিনা নামে অভিযুক্তদের মধ্যে এক নারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ