আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছুটি শেষে প্রথম কর্মদিবস কেটেছে ঈদের শুভেচ্ছা বিনিময়ে

ঈদের ছুটি শেষে সরকারি অফিসে আজ প্রথম কর্মদিবস। ঈদের পর প্রথম কর্মদিবসে ব্যস্ত হয়ে উঠছে সচিবালয়, অফিস, আদালত, ব্যাংক। ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে ঠিক জমেনি অফিসপাড়া। কাজকর্মও যে খুব একটা হয়েছে তা নয়। অনেক কর্মকর্তা-কর্মচারীরা এসেছেন ঠিকই, তবে দিনটা কেটেছে অনেকটা ঈদের শুভেচ্ছা বিনিময়েই।

রোববার সকাল ১০টায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই এসেছেন। কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা এসেছেন। সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।

সচিবালয়ে প্রথম কর্মদিবসে পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর নিজ দপ্তরে ঢুকেই কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময়সহ কোলাকুলি করেন। পরে সকলে মিষ্টিমুখে আপ্যায়িত হন।

তবে অফিসেগুলোতে রয়ে গেছে এখনো ছুটির আমেজ। আগামী সপ্তাহ থেকে পুরোপুরি কর্মচঞ্চল হবে।

সরকারি নিয়ম অনুযায়ী, ঈদে তিন দিন সাধারণ ছুটি থাকে। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস ছিল। সবমিলে ৯ দিন পর্যন্ত ছুটি নিয়েছেন অনেকেই।

তবে শুক্রবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে।