আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছিন্নমূল মানুষদের খাবার দিলো টিম খোরশেদ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর থানার কেন্দ্রীয় লঞ্চ ঘাট, রেলস্টেশন, বাসষ্টেশন সহ শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক নিরন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষকে খাবার দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ।

রবিবার রাত ১১ টায় টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন লাকায় ঘুরে ঘুরে রান্না করা ভুনা খিচুড়ির প্যাকেট তুলে দেয়া হয়। সহযোগিতায় ছিল টাইম টু গীভ ও হু ওয়ানস নীড হেল্প।

এসময় উপস্থিত ছিলেন টিম খোরশেদ এর সেচ্ছাসেবী আনোয়ার মাহমুদ বকুল, রানা মুজিব, হাফেজ শিব্বির, মোঃশহীদ, আশরাফুল নিরব ও নাইম মোল্লা।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, যতদিন করোনা মহামারী চলবে ততদিনই আমরা আল্লাহর রহমতে আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য ও পাশাপাশি করোনা আক্রান্তদের জন্য ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স, প্লাজমা এবং করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার কাজ চালিয়ে যাব ।