আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছিনতাই ঠেকাতে পুলিশের ১৬ টা হোন্ডা মোবাইল কাজ করছে: এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, ইদ কে সামনে রেখে মানুষ যাতে নির্ভিগ্নে চলাফেরা করতে পারে তার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করছে। ছিনতাই ঠেকাতে শহরের বিভিন্ন মার্কেটে ১৬ টা হোন্ড মোবাইল টিম কাজ করছে। গত কয়েক দিনে চাষাঢ়া থেকে ২০ জন ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়েছে ।

মঙ্গলবার (২৮ মে) সোনারগা উপজেলার মদনপুরে ঢাকা -সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, মাদক সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোন চাঁদাবাজ মাদক সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। হারুন সাংবাদিকদের উদ্দেশে বলেন, মহাসড়কে কোন পুলিশ চাঁদাবাজি করলে আপনারা আমাদের কে তথ্য দিবেন অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, চাষাঢ়া থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কে ৪৫ টি কাটা ছিলো যার কারণে রাস্তায় যানজট লেগেই থাকত। নারায়ণগঞ্জ জেলা পুলিশ ৩৫ টি কাটা বন্ধ করছে। মানুষ এখন সহজ ভাবে চলাফেরা করতে পারছে।

এসময় উপস্থিত ছিলেন , ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ পুলিশের মিডিয়া বিষয়ক কর্মকর্তা সাজ্জাদ রোমান, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খাঁন সহ অনেকে।