আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার  নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাইদ্দিন ভু্ঁইয়া। বুধবার সকালে ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে তিনি নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি ৫ হাজার দরিদ্র পরিবারকে ২৫ লাখ টাকার খাদ্য পৌছে দেবেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান তারেক, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, ইউপি সদস্য আলমগীর হোসেন, তাঁতী লীগ নেতা সোহেল রানা,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা টিপু সুলতান প্রমুখ।

এসময় চেয়ারম্যান বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় খেটে খাওয়া মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। কেউ না খেয়ে থাকবে না। করোনা প্রতিরোধে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। সরকার প্রতিরোনা প্রতিরোধের অংশ হিসেবে সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।