আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে উন্নয়ন অগ্রযাত্রায় ছাত্র সমাজের ভূমিকা

ছাত্র-সমাজের

ছাত্র-সমাজের

 

ইমরান সোহেল, চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ছাত্র পরিষদের উদ্যোগে “উন্নয়ন অগ্রযাত্রায় ছাত্র সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা গত ২৬ ডিসেম্বর, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরিফুল ইসলাম জিল্লু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাপ্পুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পৌর সভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছত্রলীগের সভাপতি এস.এম. বোরহান উদ্দিন। উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম এ হাশেম চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মালেক খান, সেকান্দর হোসেন খোকন, ফয়েজ আহমদ টিপু, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, উজ্জ্বল ধর, এজাজুল হক, ফরিদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাজেশ বড়–য়া, আব্দুর রহিম শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা ছিবগাতুল্লাহ সিফাত, সুজন হালদার, এনামুল হক, আওয়ামী ছাত্র পরিষদের মুনির হোসেন, মহিম আজম, মোঃ রিয়াদ, কণিক বড়ুয়া, তারেকুল ইসলাম, আনিসুল হক মিঠু, আব্দুল হাকিম, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান আবিদ, মুসাদ্দিকুল ইসলাম, মোঃ ফয়সাল, আবু হুরাইয়া আকিব, শুভ্র ঘোষ, ইসরাত কামাল, মোঃ হানিফ, মোঃ তুহিন, কামরুল হাসান ইমন, নন্দিতা বড়–য়া, তানভির, শাকিল প্রমুখ। সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে জ্ঞান ভিত্তিক রাজনীতিতে অগ্রসর হতে হবে। বাংলাদেশের সফল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা বিপুল ও ব্যাপক। আজকের সৎ ছাত্রনেতা আগামীর গণনেতায় রূপ লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।