আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখতে হবে: মন্ত্রী গাজী

নবকুমার:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রূপগঞ্জে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে  মুড়াপাড়া সরকারি কলেজে উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করে  সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ ও  ছাত্র সংসদ । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখতে হবে। এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। বিতর্কিতদের ছাত্রলীগে দেখতে চাই না। যারা চাঁদাবাজি দুর্নীতি মাদক সেবন এবং মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছে তা বাস্তবায়ন করে যেতে পারেনি। ক্ষমতা লোভী হায়েনার দল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছে। বর্তমানে দেশের হাল ধরেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নবাস্তবায়ন করে যাচ্ছেন। এখনো বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের অনেক কাজ বাকী রয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ছাত্রলীগকে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর  মুড়াপাড়া সরকারি কলেজ।  মুড়াপাড়া জমিদার বাড়ি পর্যটন কেন্দ্র হবে। এই কলেজের লেখাপড়ার মানবৃদ্ধি দরকার।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল , আব্দুর রহিম মাস্টার, মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ,সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাছুম, মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সজিব মিয়া সহ অনেকে।