আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদলের ২ নেতাকে দেখতে গেলেন নাসির

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জে বিএনপি- পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শরীর ও চোখে গুরুত্বর আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক আলিপ ও সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুককে দেখতে হাসপাতালে গেলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাব পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে দেখতে আগারগাঁও চক্ষু হাসপাতালে দেখতে যান এবং খোঁজখবর নেন তিনি। এ সময় নাসির উদ্দিন চিকিৎসকের কাছ থেকে তাদের শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল্লাহ মোল্লা, ভূলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।