বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের জন্য নেতৃত্ব প্রত্যাশী ছাত্রদের মূত্র পরীক্ষা করতে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রদের এই পরীক্ষা দিতে হচ্ছে।
কোনো সংগঠনের নেতা হতে হলে বিশেষ কিছু যোগ্যতা অর্জন করতে হয়। হবু নেতাকে অবশ্যই পরিশ্রমী, সংগঠক এবং কর্মীদের মাঝে জনপ্রিয় হতে হবে। থাকতে হবে নেতৃত্বগুণ। কিন্তু ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রদলের নেতা হতে হলে আরও একটি যোগ্যতা অর্জন করতে হবে। আর সেটি হলো মূত্র পরীক্ষায় পাস করা!
মূলত হবু নেতা মাদকসেবী কিনা তা ধরা পড়বে মূত্র পরীক্ষায়। সংগঠনকে মাদকসেবীমুক্ত করতেই নাকি এমন উদ্যোগ নিয়েছে বোয়ালমারী উপজেলা ছাত্রদল।
বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, যেসব ছাত্র নেতৃবৃন্দ উপজেলা ছাত্রদলের কমিটিতে আসতে ইচ্ছুক জানিয়ে দরখাস্ত করেছিলেন, তাদের মধ্য থেকে আটজনের মূত্র পরীক্ষা বা ইউরিন টেস্ট করতে দেয়া হয়েছে।
এস কে – সংবাদচর্চা