আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চোখ উপড়ে ফেলার মামলার আসামী রূপগঞ্জে গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আউলিয়ারচর এলাকায় পান ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা কবির মৃধা (৪০) এর চোখ উপড়ে ফেলার মামলার আসামী চাঁন মিয়াকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব বেকারীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খোলেরচর এলাকার সাদের আলী সিকদারের ছেলে। কবির মৃধা পার্শবতী খোলেরনরচর এলাকার নুরু মৃধার ছেলে। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং পানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

কালকিনি থানার বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গত ৩ মে লঞ্চে করে পান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন কবির মৃধা। ওই সময় অপহরণকারীরা লঞ্চ থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায় তাকে। বহু খোজাখুজির পর তাকে পায়নি পরিবারের লোকজন।

বিষয়টি কালনিকি থানা পুলিশকে অবহিত করা হলে আউলিয়ারচর এলাকায় পান ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা কবির মৃধা (৪০) কে দুটি চোখ উপড়ে ফেলা অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কবির মৃধার পিতা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুমন বেপারী, চাঁন মিয়াসহ ২৩ জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী চাঁন মিয়া রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব বেকারীর মোড় এলাকায় আতœগোপন করে আছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। বিকেলে একদল পুলিশ সেখান থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চাঁন মিয়াকে কালকিনি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে কবির মৃধার ভাই খবির মৃধা মেম্বার জানান, গত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  সুমন বেপারীর পক্ষে সমর্থন করেননি তার ভাই কবির মৃধা। ওই ক্ষোভেই কবির মৃধাকে অপহরণ করার পর দুই চোখ উপড়ে ফেলে চেয়ারম্যান সুমন বেপারীসহ তার লোকজন।