সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লায় অস্ত্র সহ গ্রেফতার চুন্নু কে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। ২৩ এপ্রিল মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে চুন্নু কে আদালতে হাজির করা হলে কাউসার আলমের আদাল ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত গত শনিবার রাত ১০টায়কুতুবপুর নয়ামাটি এলাকার নিজ বাসার সামন থেকে চুন্নুকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন চুন্নু হলো একই এলাকার মৃতু তালেব হোসেন পুইক্কার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লাথানায় এর আগেও ১০টি মাদক, অস্ত্র সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।