আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুনকা কুটিরে আ.লীগ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে মেয়রকে সমবেদনা জানাতে তার বাসভবনে আসেন নাসিক ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ( ১০ আগষ্ট ) বিকেলে মেয়র আইভীর দেওভোগের বাড়ি চুনকা কুটিরে আসেন নাসিক ১৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। সেই সময় নেতৃবৃন্দরা মেয়র আইভীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমা মমতাজ বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ – সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক বাদল চৌধুরী, হাজী সোহেল, খলিলুর রহমান লাল , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

উল্লেখ্য, গত ( ২৬ জুলাই ) বিকেলে তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।