আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিত্রনায়িকা পূর্ণিমার বিয়ে

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় বিয়ে করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, বিয়ে করেছি এটা সত্যি। মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে।

পূর্ণিমা বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন। তিনি বর্তমানে ঢাকায় একটি বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদে কর্মরত রয়েছেন। গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা একত্রেই বসবাস করছেন।

আশফাকুর রহমান রবিন প্রসঙ্গে পূর্ণিমা গণমাধ্যমকে বলেন, চার-পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয়, আর সেখান থেকেই বন্ধুত্ব। পরিবারকে জানালে দুই পরিবারই বলে, বিয়ের করে ফেললেই ভালো। তাই ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।

পূর্ণিমা প্রথম ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।