
নিজস্ব প্রতিবেদক: আজ চিএনায়ক সালমানশা’র ২১তম মৃত্যুবার্ষিকী। চিত্রনায়ক সালমানশা’র রহস্যজনক মৃত্যু হয়েছিল আজ থেকে আরও ২১বছর আগে, মানে ১৯শ ৯৬সালের ৬ সেপ্টেম্বর। আজও তাঁর মৃত্যুবার্ষিকীতে কান্নায় বুক ভাসান তার পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও বাংলার লাখো লাখো মানুষ। সালমানশা’র মৃত্যুবার্ষিকী পালন করতে তার অনেক ভক্তরা চলে যান তাঁর কবরস্থান, সিলেট শাহজালাল (রহ.) মাজারে। আবার অনেকে ঢাকায় তার মায়ের বাসার সামনে ভিড় করেন।
সালমানশা’র রহস্যজনক মৃত্যুর পর তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরী খুব অস্থির হয়ে পরেন। জানা যায়, ওই শোকেই তিনি মারা গেছেন। মা নীলা চৌধুরী জাতীয় পার্টি থেকে এখন আওয়ামীলীগ নেত্রী। তিনি তার ছেলে হত্যার বিচার চান। তিনি সব সময়ই বলে আসছনে, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পনা করে হত্যার পর ফাশিতে ঝুলিয়ে দেয়া হয়েছিল। এ কথা শুধু আমি না, তার সব ভক্তরাও বিশ্বাস করেন।
১২ বছর বয়সে প্রথম টিভিেিত অভিনয় করার সুযোগ পান সালমান। বিটিভিতে সালমান র্সবশষে অভিনয় করেছেন অরুণ চৌধুরীর প্যাকেজ নাটক ‘নয়ন’-এ। ওই নাটকে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শমী কায়সার। এ ছাড়া মামুনুর রশীদ রচিত ধারাবাহিক নাটক ‘ইতিকথা’য় অভনিয় অনেক করে সুনাম কুড়িয়েছেন সালমান।
তবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ‘৯২ সালে চলচ্চিত্রে সম্পৃক্ত হন তিনি। এ ছবিতে সালমানের বিপরীতে ছিলেন নবাগতা নায়িকা মৌসুমী। ছবিটি মুক্তি পেলে সুর্দশন অভিনেতা হিসেবে রুপালি র্পদায় এসে সালমান জয় করেনেন র্দশকমন। তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি । একের পর এক রাজ্য জয়ের মতো সালমানও পরপর অনেক হিট ছবি উপহার দিয়ে র্দশকদের মন ও হৃদয় জয় করে নেন।
সালমানশাহ মা-বাবার বড় ছেলে। ছোট ভাই ইভান সালমানের চেয়ে সাত বছরের ছোট। খুব ছোটবেলা থেকেই সালমান অভিনয় জগতে পা দেন। সালমানের স্ত্রী সামিরার মায়ের ছোটবেলার বান্ধবী ছিল সালমানের মা নীলা। ১৯শ ৯২সালের ২০ডিসেম্বর ২১বছর বয়সে সালমান সামিরার সাথে বিয়ের ঘর বাধেন। সালমানের মৃত্যুর পর সামিরা অন্যত্র বিয়ে করে সংসার করছেন।
চিত্রনায়ক সালমানশা’র রহস্যজনক মৃত্যুর ২১ বছর পেড়িয়ে গেলেও তাঁর পরিবারের সদস্য ও ভক্তরা আজ পর্যন্ত জানতে পারলেন না তাঁকে কী হত্যা করা হয়েছিল, না কি তিনি আত্মহত্যা করেছিলেন!

