আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিটাগাং রোডে গাঁজাসহ গ্রেপ্তার ৩

সংবাদচর্চা রিপোর্ট:

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে । ৯ সেপ্টেম্বর এ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দুলাল (৩৫), ইব্রাহিম হৃদয় (২১) , জুনায়েত আক্তার ওরফে সুমন (১৯)।

র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।