আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎসা সহায়তা পেলেন সমাজকর্মী মান্নান

নিজস্ব প্রতিবেদক:সন্ত্রাসীদের হামলায় আহত সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া গতকাল মঙ্গলবার চিকিৎসা সহায়তা প্রদান করেন।  সমাজকর্মী মান্নান ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম বিনতে জেবিন শেখ ও অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এর সুপারিশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া চিকিৎসা সহায়তা মঞ্জুর করেন।

মঙ্গলবার বিকেলে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হেলাল উদ্দিন ভূইয়া ও সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম সমাজকর্মী মান্নান ভূইয়ার হাতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তার চেকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবার প্রশাসনিক কর্মকর্তা আকতার উদ্দিন প্রধান সহ অন্যান্য। চিকিৎসা সহায়তা পেয়ে মান্নান ভূইয়া বলেন আমি জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিছ।