সংবাদচর্চা রিপোর্ট
নগরীর চাষাড়াস্থ সমবায় মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণে রক্ষা পেলো মার্কেটের দোকানি ও ক্রেতা সহ অসংখ্য মানুষ। মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরা আগুন ফায়ার সার্ভিসে কর্মীদের তৎপরতায় নিভানো হয়।
রবিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৩টায় সমবায় মার্কেটের পঞ্চম তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানীরা মন্ডলপাড়া ফায়ার স্টেশনে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুরো মার্কেটে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মার্কেটের পঞ্চম তলায় সিড়ির পাশে থাকা ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। হঠাৎ করে লাগা আগুন মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পরে।
ফায়ার সার্ভিস জানায়, মুঠোফোন পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে চলে আসি। আমাদের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এমন প্রশ্নের জবাবে তারা আরও বলেন, ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকান্ড। আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি।