আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাঢ়ায় গ্রান্ড হল রেস্টুরেন্টকে জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত দ্য গ্রান্ড হল রেস্টুরেন্টকে ৫০,২০০ (পঞ্চাশ হাজার দুইশত) টাকা জরিমানা করা হয়েছে। উচ্চ মাত্রায় শব্দযন্ত্রের ব্যবহার করে গণউপদ্রব সৃষ্টি করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন কাজে জড়িত থাকায় দ্য গ্রান্ড হল রেস্টুরেন্টকে রবিবার ( ৭ ফেব্রুয়ারি) বিকালে জরিমানা করা হয়। এছাড়া রেস্টুরেন্টটিকে সতর্ক করা হয় ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশক্রমে  অভিযানে নেতৃত্ব দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, উচ্চ মাত্রায় শব্দযন্ত্রের ব্যবহার করে গণউপদ্রব সৃষ্টি করায় দণ্ডবিধি, ১৮৬০ এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে রেস্টুরেন্টটি খাবার তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ৫০,২০০/- (পঞ্চাশ হাজার দুইশত) টাকা জরিমানা আদায় করা হয়।

এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেছে।