আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাড়ায় নারী ছিনতাইকারীকে গণধোলাই

গণধোলাই

গণধোলাই

 

নিজস্ব প্রতিবেদক:
নগরীর চাষাড়ায় এক নারী পকেটমারকে গনধোলাই দিয়েছে জনতা।
বৃহস্পতিবার (১০ মে) আনুমানিক দুপুর ২টায় চাষাড়া মোড়ের খাজা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এসময় পকেটমারকে জনতার হাত থেকে উদ্ধার করে টহলরত পুলিশ। পকেটমারের নাম লাকী আকতার তমা (২৬)। অভিযুক্ত লাকী উত্তর মতলব থানার মোস্তাকপুর পাঠান বাজারের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী।
সদর থানার এসআই নওশের জানান, পকেটমার লাকী চাষাড়ায় ভিড়ের মাঝে এক নারীর ব্যাগের চেইন খুলে মোবাইল সরিয়ে নেবার সময় ধরা পরে। এসময় উত্তেজিত জনতা তাকে রাস্তায় এনে গনধোলাই দেয়। শহরে টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে লাকীকে উদ্ধার করে সদর থানায় প্রেরন করেছে।
পরবর্তিতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমান ও অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে লাকীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েল করা হয়।