আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চালকদের মিষ্টি মুখের মাধ্যমে ভূলতা ফ্লাইওভারে যান চলাচলের উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

গাড়ি চালকদের মিষ্টি খাওয়ানোর মাধ্যমে ভূলতা ফ্লাইওভারে যান চলাচলের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শনিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতা ফ্লাইওভারের গাজীপুর-মদনপুর সড়কের একটি অংশ উদ্বোধন ঘোষণা করার পর গোলাম দস্তগীর গাজী ফ্লাইওভার পরিদর্শনে যান । তিনি যান চলাচলের জন্য ফ্লাইওভার খুলে দেন।

চালকদের মিষ্টি নিজ হাতে মিষ্টি মুখ করিয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী ,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। এছাড়া চালকদের ফুলের স্টিক উপহার দিয়েছেন তারা।

এসময় গোলাম দস্তগীর গাজী চালকদের দিকনির্দেশনা দিয়ে বলেন, কেউ বেপরোয়া গাড়ি চালাবেন না। সবাই ট্রাফিক আইন মেনে চলবেন। মাত্র অতিরিক্ত পন্য পরিবহণ করবেন না।

মন্ত্রী বলেন, ভূলতা ফ্লাইওভার বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানুষের দুর্ভোগ দূর হয়েছে।বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।

গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।