আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চার দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ, রূপগঞ্জে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাহিম (৪) নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। মুক্তিপণের ১০ হাজার টাকা পরিশোধ করলেও ছাড়া পায়নি অপহরণকারীদের হাত থেকে ওই শিশু। অপহরণের চার দিন পার হয়ে গেলেও পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করতে পারেনি। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে গত সোমবার রাতে ভুলতা এলাকা থেকে শাহিন হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, গত শনিবার সকালে উপজেলার ভুলতা পুরান বাজার এলাকার লাল মিয়ার বাড়ির সামনে অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত শিশু রাহিমের পিতা ওসমান মিয়া জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায়। দীর্ঘ দিন ধরে ভুলতা পুরানবাজার লাল মিয়ার বাড়িতে বসবাস করে ম্যাস পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তুষার, সুমন, হৃদয় নামের যুবকরা এনজেড স্পিনিং মিলে চাকুরি করতো। গত ১০ দিন ধরে ওসমান মিয়ার ম্যাসে খাওয়া ধাওয়া চালিয়ে আসছিলো ওই যুবকরা। প্রায় সময়ই তারা ছেলে রাহিমকে আদর ও ঘুরাফেরা করতো। তুষার, সুমন ও হৃদয় মিলে গত শনিবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে রাহিমাকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে ওসমান মিয়ার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা পরিশোধ না করা হলে রাহিমকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়। কোন উপায় না দেখে অপহরণকারীদের দাবিকৃত টাকার মধ্যে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। এরপরও রাহিমকে ছেড়ে দেয়নি অপহরণকারীরা। ওই দিন রাতেই এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশকে লিখিত ভাবে অভিযোগ করা হয়। গতকাল মঙ্গলবার সকালেও ফের মুক্তিপণের টাকা দাবি করে অপহরণকারীরা।

ছেলেকে না পেয়ে ওসমান মিয়া, তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা প্রায় পাগল হয়ে গেছে। দ্রুত ছেলেকে কোলে ফিরিয়ে দেয়ার দাবি জানান পরিবারের সদস্যরা। এদিকে, অপহরণের চার দিন পার হয়ে গেলেও পুলিশ শিশু রাহিমকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে শাহিন হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অল্প সময়ের মধ্যেই শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।