আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চারি দিকে শুধু গাজী আর গাজী : আইনমন্ত্রী আনিসুল হক

চারি দিকে শুধু গাজীর আর গাজী

 

চারি দিকে শুধু গাজীর আর গাজী

নবকুমার :

কথায় আছে মানিকে মানিক চেনে তাইত আইনমন্ত্রী আনিসুল হক মানিক চিনতে ভুল করেন নাই। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নারায়ণগঞ্জের একাধিক এমপি উপস্থিত থাকলেও  তাদের মধ্যে থেকে গোলাম দস্তগীর গাজীর প্রশংসায় পঞ্চমুখ আইনমন্ত্রী।

দেখে গেছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী এবং আইনমন্ত্রী আনিসুল হক হাসি রহস্যে কথা বলেছে।

চারি দিকে শুধু গাজীর আর গাজী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রূপগঞ্জের মাঠে ঘাটে শুধুই গাজী। আজকাল টেলিভিশনে, বাড়ির ছাদে, গাড়ীর চাকায় যেই দিকেই তাকাই চারি দিকে গাজী আর গাজী। সারা দেশে গাজী পণ্যের ছড়াছড়ি।

মন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জ  ডিজিটাল বার ভবন নির্মানে আমাদের যে  এক কোটি টাকার প্রয়োজন সেটা আমাদের গাজী ভাই ব্যবস্থা করে  দেবেন।

মন্ত্রীর এমন আহবানে তাৎক্ষণিক গোলাম দস্তগীর গাজী এমপি সহযোগীতার আশ্বাস দেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়ার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, , নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, চীফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিফ বিন কাদের ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।