আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরের ঝিকরগাছায় ট্রাক চাপায় এক শিশুর করুণ মৃত্যু

যশোরের ঝিকরগাছায় ট্রাক চাপায় এক শিশুর করুণ মৃত্যু

মোঃ রাসেল ইসলাম:

যশোরের ঝিকরগাছার বাঁকড়া এলাকায় ইট ভাটার ট্রাকের চাপায় রিফাত হোসেন (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সে হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আশারফ হোসেন ভোলার ছেলে ও বিষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফার এমএমএইচবি ব্রিক্সের মাটি বহনকারী একটি ট্রাক রাহানের ডিপের পাশে শিশুটিকে চাপাদিলে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। শিশু রিফাতকে ট্রাক্টরের পাশে রেখে ড্রাইভার পালিয়ে যায়।

অভিযোগ উঠেছে শিশুটির লাশ গুম করতে ভাটামালিক পক্ষ নিহত শিশুটিকে তড়িৎ মাটিচাপা দেয়। অবশ্য পরে জানাজানি হলে পারিবারিক ভাবে সমঝোতা করে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়েছে।

এ ব্যাপারে ইটভাটা মালিক গোলাম মোস্তফা মেম্বার জানান, ওই ট্রাকটর তার নয়, পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের হোসেন আলী তার গাড়িতে আমার ভাটায় টিপ হিসেবে চুক্তিতে মাটি দেয়।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ইটভাটার ট্রাকের চাপায় শিশুটির মৃত্যূ হয়েছে কিন্তু লাশ গুমের ঘটনা ঘটেনি