আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক:

চাঞ্চল্যকর নারায়ণগঞ্জে  স্বপন হত্যা মামলায় সাক্ষ্য দিযেছেন ম্যাজিস্ট্রেটসহ ৪ সাক্ষী ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহন হয়।

সাক্ষী হলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমাম, নিহত স্বপন কুমার সাহার বড় ভাই অজিদ কুমার সাহা, বন্দু বিশ্বজিৎ সাহা ও পরিচিত নয়ন সাহা।

বাদী পক্ষের আইনজীবী সরকারি পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত স্বপন হত্যা মামলার মোট ২০ জন সাক্ষীর মধ্যে। আজ এই মামলায় আরও একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের সাক্ষ্য নেওয়া হয়েছে।

এ সময় মামলার বাদী নিহত স্বপন কুমার সাহার বড় ভাই অজিত কুমার সাহা জানান, আমার ভাইয়ের হত্যাকারীদের যেন কোন রকম ছাড় দেওয়া নাহয়। আমি আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু দেবনাথ, রত্না চক্রবর্তী, আর আব্দুল্লাহ আল মামুন এর সর্বোচ্চ শাস্তি দাবী করছি।

এ সময় বাদী পক্ষের আইনজীবী সরকারি পিপি এডভোকেট এস.এম. ওয়াজেদ আলী খোকন এর সাথে সহযোগি আইনজীবী ছিলেন, রাষ্ট্র পক্ষের সহয়াক এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. মো. মিনহাজ ইসলাম এবং এড. জনি চন্দ্র গোপ প্রমূখ।