আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাইলেও রাজপথে নামতে পারছে না না’গঞ্জ বিএনপি!

সংবাদচর্চা রিপোর্ট

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এটা প্রমাণিত বলেও দাবি করেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। তাহলে নারায়ণগঞ্জ বিএনপি কী করে? প্রশ্ন জেলার রাজনৈতিক বিশ্লেষকগণের। এদিকে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মতে, তাদের লাখো নেতাকর্মী আছে, কোটি কোটি সমর্থক রয়েছে। কিন্তু তারা চাইলেও রাজপথে নামতে পারছে না!

নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম প্রধান সমস্যার অন্তরালে রয়েছে দলীয় কোন্দল ও ঐক্যের অভাব। মূলত এই সমস্যার কারণেই তারা আন্দোলন সংগ্রামে যেতে পারছে না। এই কথাগুলোও স্বীকার করে নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতাকর্মী। দলের মূল সমস্যা কোন জায়গায় এ বিষয়ে সকল নেতাকর্মী অবগত থাকলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না। বিভিন্ন ইফতার পার্টিতে নেত্রীর মুক্তির দাবী জানিয়ে প্রতিবাদের ঝড় তুললেও রাজপথে নামার প্রস্তুতি সম্পর্কে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি তারা।

জনগণের প্রতি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশে আইনের কোন শাসন নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে জেলে বন্দি করে রেখেছে। আমরা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিলেও আমাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। পূর্বে বিএনপির যতটুকু জনপ্রিয়তা ছিলো তার চেয়েও বর্তমানে বেশি আছে। মানুষ আমাদের চায়।

এ সময় দেশে শুধু সংবিধান নয় ধর্মীয় মূল্যবোধকেও অবজ্ঞা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির একাধিক নেতকর্মী। তারা বলেন, ‘একদিকে ধর্মীয় মূল্যবোধকে অবজ্ঞা করা হচ্ছে, অন্যদিকে সংবিধানকেও অবজ্ঞা করা হচ্ছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ্যভাবে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই গায়েবি মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের তৃণমূল নেতাকর্মীরা। তারা বলেন, ‘আমরা কোন কথা বললেই আমাদের নামে গায়েবি মামলা হচ্ছে। এরকম পরিস্থিতি থেকে মুক্ত হতে হলে আমাদেরকে আরও শক্তিশালী ও কার্যকর আন্দোলন করতে হবে।’

সরকারের দুঃশাসনের কারণে বিএনপি জনগণের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছে বলে দাবি করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ বিএনপির অভিভাবক এডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য থেকে প্রমাণিত হয় যে, বেগম খালেদা জিয়া আইনের কোন কারণে নয় বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারাবন্দি।’

নারায়ণগঞ্জ বিএনপি সব সময় ঐক্যবদ্ধ ছিলো ভবিষ্যতেও থাকবে বলে আশাব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, আমরা সব সময় প্রস্তুত আছি। কখনো নিজের কথা চিন্তা করে নয় বরং দলের কথা চিন্তা করে। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা সবসময় দলের কথা ভেবেছি। আর এ কারণেই হামলা-মামলার শিকার হয়েছি। তারপরেও দলের হাল ছাড়িনি। নেত্রীর মুক্তির পক্ষে আমরা পূর্বেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।

সম-সাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সচেতন মহলের মতে, নারয়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের শুধু মাত্র নেতৃত্বের অভাব। কেউ একজন সামনে থেকে দলটির নেতৃত্ব দিলে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব ছিলো। নারায়ণগঞ্জ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে তারা একত্রে রাজপথে নামতে পারলে অধিকার আদায় করা সম্ভব।