আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি মামলায় কাউন্সিলর বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু  কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ বৃহষ্পতিবার দুপুরে নিতাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বন্দর থানার মামলা নং ৩২ ।

নারায়ণগঞ্জ এসপি অফিসের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  জানা গেছে,  মামলার বাদী মোঃ কাউসার, পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-মদনগঞ্জ উত্তর পাড়া, এ/পি বন্দর রেললাইন, দক্ষিন কলাবাগ (বারেক সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, আসামী আব্দুল করিম বাবু (ডিস বাবু) (৫০), দীর্ঘদিন নারায়ণগঞ্জ শহরে কেবল নেটওয়ার্কের ব্যবসা করে আসছে। বিবাদী জোরপূর্বক বন্দরে তাহার লোকজন দিয়া কেবল নেটওয়ার্কের ব্যবসা পরিচালনার চেষ্টা করিতেছে এবং বিভিন্ন জায়গায় কেবল নেটওয়ার্কের তার কাটিয়া ফেলিয়া তাহার নিজেস্ব নেটওয়ার্ক লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া বন্দর কেবল নেটওয়ার্কের সত্ত্বাধিকারী (ক) পারভেজ আলম, (খ) মোঃ সাইফুল ইসলাম (শ্যামল) এর সাথে উক্ত বিবাদীর দীর্ঘদিন যাবত বিরোধ চলিতেছে। নেটওয়ার্কের ব্যবসার জন্য এলাকার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া বন্দর কেবল নেটওয়ার্কের মালিকের নিকট ১০,০০,০০০/- টাকা চাঁদা দাবি করে।

এরই জেরে গত ১৭/০৪/২০১৯ খ্রিঃ তারিখ বিকেল অনুমান ১৫:৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ফরাজিকান্দা বাজারের রিতুর বাড়ির সামনের নেটওয়ার্কের মেরামত কাজ করা কালে আসামী বাবুর প্ররোচনায়, সহযোগীতায় ও নির্দেশে বিবাদী ২। মোঃ সজিব (৩৫), পিতা-আহসান উল্লাহ, ৩। মোঃ রিতু (৩২), পিতা-আমিন উদ্দিন, ও ৪। মোঃ রনি (৩৪), পিতা-সামছুল আলম, ৫। মোঃ জুম্মাল (৩৪), পিতা-নাজিম উদ্দিন, ৬। মোঃ নিজুম, পিতা-খোকন, ৭। মোঃ রানা (৩৫), পিতা-আহসান উল্লাহ, সাং-ফরাজীকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন বিবাদী লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী জনতাবন্ধে পথরোধ করিয়া এলোপাথারী ভাবে মারপিট করে এবং নগদ ১০,৫০০/- টাকা, একটি ফাইভার মেশিন যার মূল্য-১,৫০,০০০/- টাকা এবং বিভিন্ন যন্ত্রপাতি ও একটি মই মূলা-৪,০০০/-টাকা নিয়া যায়।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তনমধ্যে ০১। নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৯, তারিখ-১৭/০৫/২০১৭, ধারা-১৪৩,৪৪৮,৩২৩,৫০৬ পেনাল কোড সে উক্ত মামলার সিএস ভুক্ত আসামী, ০২। নারায়নগঞ্জ সদর থানার মামলা নং-২২, তারিখ-১৩/০৬/২০১০, ধারা-৪৪৮,৩২৩,৫০৬ পেনাল কোডের সিএস ভুক্ত আসামী, ০৩।

নারায়ণগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ-১২/০৭/২০১৩, ধারা-৩৯৪ পেনাল কোড। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী দেলোয়ার হোসেন উরফে ছোট দেলু ‍ও আসামী মোঃ ঝন্টুদ্বয় কাঃবিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে আব্দুল করিম বাবু(ডিস বাবু) উক্ত মামলার ঘটনার সাথে জড়িত আছে মর্মে জবানবন্দি প্রদান করেন।