আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি মাসে ১২১টি বিদ্যালয়ে হারমোনিয়াম বিতরণ করা হবে: নাহিদা বারিক

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে  হারমোনিয়াম, ঢোল ও তবলা  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল ১১টায় দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা সহকারী  শিক্ষা অফিসার শাহিদা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক। তিনি  বলেন, ২০২০সাল হলো মুজিব বর্ষ। আর এ মাসেই মোট ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, তবলা, ঢোল বিতরণ করা হবে।

তিনি বলেন, আজ মোট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরন করা হয়েছে । আমি এই প্রথম দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বিতরন করা শুরু করলাম। সেগুলো সঠিক ভাবে ব্যবহার হচ্ছে কিনা আমি তা মনিটরিং করব।

নাহিদা বারিক আরো বলেন, শিশুদের সুস্থ্য রাখতে হবে। তারাই  আমাদের দেশে আগামী দিনে  নেতৃত্ব দেবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে  অংশগ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু । তিনি বলেন, আমরা ছাত্রছাত্রীদের সুশিক্ষার জন্য কাজ করে যাচ্ছি।  শিক্ষার্থীদের জাতীয় সংগীত  গাইতে হবে। নিয়মিত খেলাধুলা করতে হবে।

এসময় দেলপাড়া, কুতুবপুর, রামারবাগ,পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ