আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চলতি মাসে আন্দোলনে নামছে বিএনপি

সংবাদচর্চা রিপোর্ট
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলতি জুলাই মাসে আন্দোলনে নামবে ২০ দলীয় জোট। প্রায় ১৭ মাস ধরে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে অবশেষে তুমুল আন্দোলনের কথা চিন্তা করেছে মূল দল ও তাদের জোট। এমনটাই জানা যায় দলটির কেন্দ্রীয় সূত্র থেকে। কেন্দ্রীয় বৈঠকের সূত্রে আরও জানা যায়, সারা দেশে একসাথে নেতাকর্মীদের আন্দোলনে দেখা যাবে এবার। সেই সূত্রে, নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদেরও আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার কথা।

কেন্দ্রীয় বৈঠকের পরও নারায়ণগঞ্জ বিএনপির অবস্থা পূর্বের মতোই। আর তাই রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, চলতি জুলাই মাসের আন্দোলনে নারায়ণগঞ্জ বিএনপির কর্মসূচী কী পুরোনো ধাচেঁই দেখা যাবে?
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে কি-না তা নিয়ে সন্দিহান বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও। কেননা, এক যুগেরও বেশি সময়ধরে ক্ষমতার স্বাদ বঞ্চিত থাকার পরেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোন্দল প্রকাশ্যে দেখা যায়। আর তাতে করেই নেত্রীর মুক্তির দাবিতে সক্রিয় কোন ভূমিকা পালনে ব্যর্থ নারায়ণগঞ্জ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

জণগনকে আশার বাণী দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেছিলেন, ঈদের পূর্বে মুক্তি হবে খালেদা জিয়ার। তবে, ঈদের পূর্বে খালেদার মুক্তি ছিলো বিএনপি নেতাকর্মীদের দুঃস্বপ্ন। কারণ নেত্রীর মুক্তির দাবিতে তারা ঈদের পূর্বে ইফতার পার্টি আর আলোচনা সভা ছাড়া আর কিছুই করেনি। আর তাই বিএনপি নেতাকর্মীদের ব্যর্থতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর ঈদ কারাগারে কাটাতে হয়েছে!

এদিকে বোদ্ধামহলের মতে, বিএনপির আন্দোলনের হুঙ্কার সাধারণ মানুষকে আশ্বাস প্রদান করার জন্য। তাদের এই হুঙ্কারের মূল কারণ মানুষকে বোঝানো যে, তারা এখনও জেগে আছে। প্রকৃতপক্ষে তারা সকলেই ঘুমিয়ে আছে। আগামী জুলাই মাসের আন্দোলনে তাদের কর্মসূচী সেই পুরোনো ধাচেঁই দেখা যাবে। তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতে কিছুই করতে পারবে না।

২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য এখন পর্যন্ত তেমন কোন জোড়ালো আন্দোলন করতে পারেনি নারায়ণগঞ্জ বিএনপি কিংবা তাদের জোট। তবে, দেড় বছরের মতো সময় পার করে অবশেষে কেন্দ্রীয় নেতার আন্দোলনের সুর তুললেও নড়ে চড়ে বসেনি নারায়ণগঞ্জ বিএনপির কোন সংগঠন কিংবা নেতাকর্মী। আর তাতেই দুশ্চিন্তায় দলটির তৃণমূল। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে এখনও পর্যন্ত দলীয় কোন্দল বিদ্যমান। আর তাই প্রথমে কোন্দলের অবসান ঘটাতে হবে তারপর আন্দোলন। তা না হলে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির স্বপ্ন আবারও দুঃস্বপ্নে পরিণত হবে বলে মনে করছেন জেলার সচেতন মহলের লোকজন।