আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চরঘারমোড়ায় সড়কের বেহাল অবস্থা

বন্দর সংবাদদাতা
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া থেকে ঘারমোড়া পযন্ত এই সড়কটি বেহাল অবস্থা। রাস্তাটি যান চলাচল দূরের কথা মানুষ পায়ে হেটে চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দেখার যেন কেউ নেই। রাস্তাটি দেখে মনে হয় না যেন এটি কোন চলাচলের পথ। প্রায় ৬/৭ মাস পূর্বে রাস্তা কেটে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ড্রেন করে। বর্তমানে ড্রেন সচল থাকলেও রাস্তাটি অকেজো। জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। জনদূর্ভোগ লাগবে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী ভুক্তভোগীদের।
সূত্র মতে, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩ নং ওর্য়াডের ঘারমোড়া চরঘাড়মোড়া সড়কটি চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ কমলমতি শিক্ষার্থীরা এ রাস্তায় চলাচল করে। রাস্তাটির পাশেই ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ব নবী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সেচ্ছাচারিতা কারনে ৩ নং ওর্য়াডে তেমন কোন উন্নয়ন হয়নি।
এ বিষয়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।