নবকুমার :
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী কাল (১৬ জুলাই) রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সম্মেলন হবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় মুড়াপাড়া বাজারে সকাল ১০ টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
সম্মেলনের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, অনুষ্ঠান সঞ্চালনা করবেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া।
দীর্ঘ ২২ বছর পর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রূপগঞ্জে আনন্দের জোয়ার বইছে। জাগ্রত হয়ে উঠেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, এবারের সম্মেলনে তরুণদের প্রাধান্য দেয়া হবে বেশি। তবে কোন পল্টিবাজ মাদক সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজকে কমিটিতে স্থান দেয়া হবে না। সে বিষয়ে সতর্ক রয়েছে স্থানীয় সাংসদ এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দেবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
ব্যালটের মাধ্যমেই কমিটি গঠন করার সম্ভাবনা রয়েছে বেশি। নেতৃত্বে আসতে নবীন প্রবীনের লড়াই হবে। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন। তবে এবারের কমিটিতে চমক থাকবে। পরিবর্তন হতে পারে একাধিক পদ। আবার কেউ কেউ প্রমোশন পেতে পারেন।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া বলেন, সম্মেলনের সকল ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। কাউন্সিল শুরু হবে সকাল ১০ টায়।
কমিটিতে কোন পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি আজ হবে না। তবে কমিটিতে নতুনদের স্থান দেয়া হবে।
প্রসঙ্গত রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। এ কমিটির নেতৃবৃন্দ বার বার রূপগঞ্জ আসনটি শেখ হাসিনাকে উপহার দিয়েছেন। তারা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে বিপুল ভোটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করছেন।