আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়া-ভুলতায় ছাত্রলীগের বৃক্ষরোপন

সংবাদচর্চা রিপোর্ট: বৃষ্টি উপেক্ষা করে রূপগঞ্জে বৃক্ষরোপন করেছে ছাত্রলীগ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ও গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় বুধবার (৮ জুলাই) বিকালে রূপগঞ্জ উপজেলার চনপাড়া, ভূলতার পাড়াগাও স্কুল এবং ঈদগা মাঠে বৃক্ষরোপন করা হয়। পৃথক বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাতুল আহমেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সহ সভাপতি নাজমুল হাসান সবুজ, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান হিমেল, দপ্তর সম্পাদক মইন উদ্দিন আহমেদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন, দোলন, তুষার, জেমি, অপু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক স্বণালী, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত , ফারুক হোসেন সহ অনেকে।