আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় ১৫শ পরিবার পেল খাদ্য

সংবাদচর্চা রিপোর্ট: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব অর্থায়‌নে রূপগ‌ঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় ১৫ শ’ প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৬ জুলাই) দুপু‌রে উপ‌জেলার চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়নের ৯টি ওয়া‌র্ডে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক মোঃ বজলুর রহমান বজলু, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সি‌নিয়র সহসভাপ‌তি আব্দুল আলী সিকদার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আনিস ম‌ল্লিক, আওয়ামীলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক জাহাঙ্গীর খন্দকার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, সাধারণ সম্পাদক তাছ‌লিমা আক্তার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেন, সাধারন সম্পাদক আ‌বিদ হাসান চান‌মিয়া, উপ‌জেলা যুবলী‌গের সহ সম্পাদক শ‌ফিকুল ইসলাম জা‌হিদ, উপ‌জেলা যুবলী‌গের কার্যকরী সদস্য এস এম ইব্রা‌হিম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি জ‌সিম গাজী, সাধারন সম্পাদক আবুবক্কর সি‌দ্দিক, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।