আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় ১০ টাকা কেজি চাল বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ( চনপাড়া) ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

বুধবার পহেলা বৈশাখ চনপাড়া বাজারে ডিলার জাকির এর মাধ্যমে চাল বিক্রি শুরু হয়। ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান।
তিনি বলেন, রোজা এবং লকডাউন মধ্যে মানুষের খাদ্যের সমস্যা না হয় তার জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের উদ্যোগ।

তিনি আরও বলেন, করোনায় গাজী পরিবার কায়েতপাড়া এবং চনপাড়াবাসীর পাশে আছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় আমরা কায়েতপাড়া ইউনিয়নবাসীর সেবায় মাঠে আছি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জের করোনা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। তিনি নিয়মিত আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। আমরা তার নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।